Status

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড-এ ১২টি পুরস্কার জিতলো বিকাশ

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০২৪’-এ ১২টি পুরস্কার জিতে নিয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। এর মাঝে বিকাশ সরাসরি পেয়েছে ৭টি পুরস্কার আর পার্টনার প্রতিষ্ঠানের মাধ্যমে পেয়েছে বাকি ৫টি। এই পুরস্কারগুলোর মধ্যে ৩টি সিলভার এবং ৯টি ব্রোঞ্জ।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড’ -এর অষ্টম আসরে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মাঝে। এ বছর পুরস্কারের জন্য ২৪টি ক্যাটাগরিতে ৭৪টি সেরা ক্যাম্পেইন স্বীকৃতি পেয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিকাশ এবছর ‘বেস্ট ইউজ অব টিকটক’, ‘বেস্ট ভিডিও’ ও বেস্ট ইউজ অব সার্চ’ ক্যাটাগরিতে সিলভার জিতেছে। ব্রোঞ্জ ক্যাটাগরিতে ‘বেস্ট ইউজ অব ইন্সটাগ্রাম’, ’বেস্ট ইউজ অব ইনটেগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইন’, ‘বেস্ট ইউজ অব ইউজার কমিউনিটি প্ল্যাটফর্ম/নিউ প্ল্যাটফর্ম/ওউন প্ল্যাটফর্ম’, ‘বেস্ট কনটেন্ট মার্কেটিং’, ‘বেস্ট ইউজ অব ইনফ্লুয়েন্সার’, ‘বেস্ট ইউজ অব ইউজার কমিউনিটি প্ল্যাটফর্ম/নিউ প্ল্যাটফর্ম/ওউন প্ল্যাটফর্ম’, ‘বেস্ট ইউজ অব টিকটক’, ‘বেস্ট কনটেন্ট মার্কেটিং’, এবং ‘বেস্ট ভিডিও’ জন্য পুরস্কার জিতেছে বিকাশ।

পুরস্কার জেতা ক্যাম্পেইনগুলোয় পৃথকভাবে বিকাশ-এর পার্টনার প্রতিষ্ঠান হিসেবে ছিলো মিডিয়াকম, এফসিবি বিটপী ও বিএনবি।

প্রতি বছর বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় কর্পোরেট ও মার্কেটিং প্রফেশনালদের নিয়ে গঠিত জুরি প্যানেল বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বছরের সেরা মার্কেটিং ক্যাম্পেইনগুলো নির্বাচন করেন। এ বছর চূড়ান্ত বিজয়ীদের নির্বাচিত করার জন্য ‘শর্ট লিস্টিং’ ও ‘গ্র্যান্ড জুরি’—দুই স্তরে বিচারপ্রক্রিয়া পরিচালিত হয়।

 

Source link

Leave a Reply

Back to top button