Status

ডিআরইউ’র সাবেক আপ্যায়ন সম্পাদক মোস্তফা কাজলের জানাযা অনুষ্ঠিত

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক আপ্যায়ন সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মফস্বল সম্পাদক মোস্তফা কাজল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার (২৬ ফেব্রয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন।

তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আসর ডিআরইউ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে ফুলেল শ্রদ্ধায় তাকে শেষ বিদায় জানানো হয়। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে মোস্তফা কাজলের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে কার্যনির্বাহী কমিটি।

এসময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির) উপস্থিত ছিলেন। মোস্তফা কাজল এর মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাদ মাগরিব কর্মস্থল বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে দ্বিতীয় জানাজা। এছাড়া বাদ এশা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তৃতীয় দফা নামাজে জানাজা শেষে সেখানেই দাফন করা হবে।

১৯৯৬ সালে আজকের কাগজ পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু মোস্তফা কাজলের। পরবর্তীতে মানব জমিন, ভোরের ডাকে কাজ করেন তিনি। সর্বশেষ বাংলাদেশ প্রতিদিনে কর্মরত ছিলেন।

Source link

Back to top button