ডার্বি রিয়ালের, আর্সেনালের গোলবন্যা

<p>মাদ্রিদ ডার্বি জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে গেলো রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বি অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। রদ্রিগোর অসাধারণ নৈপুণ্যে ম্যাচের শুরুটা দুর্দান্তই করেছিলো রিয়াল মাদ্রিদ। তবে বেশিক্ষণ সেই দাপট ধরে রাখতে পারেনি তারা। ঘুরে দাঁড়িয়ে লড়াই জমিয়ে তুলেছিলো অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ পর্যন্ত আর রিয়ালের সাথে পেরে ওঠেনি দিয়েগো সিমেওনির দল। ঘরের মাঠে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে একটু এগিয়ে রইল রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। আগামী ১২ মার্চ ফিরতি লেগের ম্যাচে অ্যাটলেটিকোর মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ। <br />এদিকে, পিএসভির জালে ৭ গোল করে শেষ আট অনেকটা নিশ্চিত করে ফেললো আর্সেনাল। প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে জয়হীন থাকার হতাশা পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে দাপুটে পারফরমান্স উপহার দিল মিকেল আর্তেতার দল। মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ দলটি। প্রথমার্ধে তিনটির পর দ্বিতীয়ার্ধে চারটি গোল করেছে তারা। জোড়া গোল করেছেন মার্টিন ওডেগোর। এছাড়া ইউরিয়েন টিম্বার, ইথান নোয়ানেরি, মিকেল মেরিনো, লিয়ান্দ্রো ট্রোসার্ড ও রিকার্ডো কালাফিওরি একবার করে জালের দেখা পেয়েছেন। পেনাল্টি থেকে ডাচ ক্লাবটির পক্ষে একমাত্র গোলটি করেন নোয়া ল্যাং। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে নকআউট পর্বে অ্যাওয়ে ম্যাচে ৭ বা এর বেশি গোল করার কীর্তি গড়ল আর্সেনাল। আগামী ১২ মার্চ ঘরের মাঠে ফিরতি লেগের ম্যাচে পিএসভির বিপক্ষে মাঠে নামবে তারা।</p>

Source link

Exit mobile version