Facebook Bio Status

ডাক্তারের মৃত্যুতে স্থগিত বার্সা-ওসাসুনা ম্যাচ


 

অলিম্পিক স্টেডিয়ামের গ্যালারি প্রায় পরিপূর্ণ। কিন্তু দর্শকরা অবাক হয়ে লক্ষ্য করলো, ওয়ার্মআপ করার জন্য কোনো দলের ফুটবলার মাঠে নামছে না। আধাঘণ্টা, ২৫ মিনিট, ২০ মিনিট বাকি আর ম্যাচের, কিন্তু কোনো ফুটবলারের দেখা নেই।

খেলা শুরুর ২০ মিনিট আগে হঠাৎ মাঠের পাশে সাইটস্ক্রিনে ভেসে উঠলো, প্রধান চিকিৎসক চার্লস মিনারো গার্সিয়ার মৃত্যুতে আজকের বার্সেলোনা বনাম ওসাসুনার ম্যাচটি স্থগিত ঘোষণা করা হলো।

৫৩ বছর বয়সী মিনারো গার্সিয়া হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃতুবরণ করেন। ২০১৭ সালে বার্সেলোনায় যোগ দেন মিনারো গার্সিয়া। এরপর গত মৌসুমে ক্লাবটির প্রধান ডাক্তার হিসেবে যো দেন তিনি। গত বছরের আগ পর্যন্ত তিনি ছিলেন বার্সার ফুটসাল দলের ডাক্তার।

এক বিবৃতিতে বার্সেলোনা লিখেছে, ‘বার্সেলোনা ক্লাবটির প্রথম টিম ডাক্তার চার্লস মিনারো গার্সিয়ার হঠাৎমৃত্যুতে আমরা গভীরভবে শোকাহত। শুধু এ কারণেই ওসাসুনার বিপক্ষের এই ম্যাচটি স্থগিত ঘোষণা করা হরো। পরবর্তীতে সুবিধাজনক সময়ে ম্যাচটি আবার আয়োজন করা হবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বার্সেলোনার সকল বোর্ড ডিরেক্টর, সব কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ডাক্তার গার্সিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে। একই সঙ্গে এই কঠিন সময়ে তার পরিবার ও বন্ধুদের প্রতি শোক প্রকাশ করা হলো।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button