ডাকাতের বাড়িতে অভিযান, সাত চোরাই গরু উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কানু নামের এক ডাকাতের বাড়ি থেকে সাত চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এসময় আটক করা হয়েছে তিনজনকে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের পলাশবাড়ী আড়গাড়াহাট গ্রাম থেকে গরুগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন হলেন, উপজেলার ধোবড়া এলাকার মৃত কাছিমুদ্দিনের ছেলে মো. কানু (৪৫), মৃত সাজেমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও ইয়াসিন গোরামের ছেলে মো. রাকিব (২৫)।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দাইপুখুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাটে এলাকায় কানু ডাকাতের বাড়িতে চোরাই গরু বিক্রি হচ্ছে। এমন তথ্যে ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) অভিযান চালিয়ে সাতটি চোরাই গরু, একটি পিকআপ, একটি জিএনজি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্যসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে শিবগঞ্জ থানার এসআই মো. আব্দুল আলীম বাদী হয়ে মামলা করেছেন।

সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version