ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়তে পারে পাকিস্তান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়তে পারে পাকিস্তান ও আফগানিস্তান। অর্থাৎ এই দুই দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। আগামী সপ্তাহে এ ধরনের পদক্ষেপ ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র। এর সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র এমন তথ্য জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানায়, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়াও আরও দেশ তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। তবে এখনো তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
এমন পদক্ষেপ রিপাবলিকান প্রেসিডেন্টের প্রথম মেয়াদে সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞার কথা মনে করিয়ে দেয়।
যদিও জাতীয় বিবেকের ওপর একটি কলঙ্ক আখ্যা দিয়ে ২০২১ সালে ট্রাম্পের সেই নিষেধাজ্ঞাকে বাতিল করে দেন জো বাইডেন।
অন্যদিকে আফগানিস্তানে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে পাকিস্তানের ভূমিকা ও সমর্থনের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
এক্স হ্যান্ডেলে একটি পোস্টে শাহবাজ বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে অংশীদারত্ব অব্যাহত রাখবে।
২০২১ সালের কাবুল বিমানবন্দরে বোমা হামলায় জড়িত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানানোর কয়েক ঘণ্টা পরেই শাহবাজ এই প্রশংসা করেন।
শাহবাজ বলেন, পাকিস্তান সব সময়ই সন্ত্রাসবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সূত্র: জিও নিউজ
এমএসএম