ট্রাকের সঙ্গে ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেলের দুই আরোহীর


জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মুন্দাইল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ক্ষেতলাল উপজেলার হেরাকুলা চৌধুরীপাড়ার আজিজার মণ্ডলের ছেলে দুলাল মণ্ডল (৩৫) এবং একই গ্রামের মংলা সরকারের ছেলে জহুরুল ইসলাম (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিশ্চিন্তার দিকে মুখ করে মুন্দাইল মোড়ে একটি ট্রাকে আলু লোড করা হচ্ছিল। এসময় নিশ্চিন্তা থেকে একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী ইটাখোলা যাচ্ছিলেন। তখন দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আল মামুন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version