টাঙ্গাইলে বেশি দামে তেল বিক্রি, দুই ব্যবসায়ীর জরিমানা


টাঙ্গাইলের ভূঞপুরে রমজানকে সামনে রেখে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দাসী বাজারে টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, নির্ধারিত বাজারমূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি, গুদামে তেল মজুদ করা ও ক্রয় বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে দুজনের জরিমানা করা হয়েছে। তারা ৫ লিটার সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য ৮৫২ টাকা থাকার পরও ৯৮০ টাকা থেকে ১ হাজার টাকায় বিক্রি করছিল। পবিত্র রমজানকে সামনে রেখে কেউ যেন এ ধরনের কাজ করতে না পারে সেদিকে সবার নজর রাখার আহ্বান জানান।

এ সময় জেলা সেনেটারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম, গোবিন্দাসী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version