টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ নিউজিল্যান্ডের

দুই দলই দাঁড়িয়ে একই বিন্দুতে। বাংলাদেশ এবং পাকিস্তান – দুই দলকেই হারিয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। যে কারণে আগেই দুই দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হলো ভারত এবং নিউজিল্যান্ড।
গুঞ্জন ছিল এই ম্যাচে হয়তো খেলতে পারবেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। হালকা চোট ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো রোহিত শর্মা ফিট এবং নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল সান্তনারের সঙ্গে টস করতে নেমেছেন।
টস করতে নেমে অবশ্য জয় পেলেন নিউজিল্যান্ড অধিনায়কই। তিনি টস জিতে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ভারত অধিনায়ককে। নিজেরা প্রথমে বোলিং করাকে বেছে নিলেন।
ভারতীয় দলে একটি পরিবর্তন আনা হয়েছে। হর্ষিত রানাকে বিশ্রাম দিয়ে দলে নেয়া হয়েছে বরুন চক্রবর্তিকে। এছাড়া নিউজিল্যান্ডও একটি পরিবর্তন এনেছে। ডেভন কনওয়েকে বিশ্রাম দিয়ে নেয়া হয়েছে ড্যারিল মিচেলকে।
আইএইচএস/