ঝিনাইদহে পাথরের মিক্সার ডিপো অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ

ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের পাথরের মিক্সার ডিপো সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শত শত নারী-পুরুষ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। সদর উপজেলার মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে সদর উপজেলার ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূর-দূরান্তের যাত্রীরা।
পরে বেলা ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী ও সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে পৌঁছে ডিপো অপসারণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
বিক্ষুব্ধরা জানান, মধুপুর চৌরাস্তা মোড়ে আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে মিজানুর রহমান মাসুম নামে এক ঠিকাদার কয়েক বছর আগে মিক্সার ডিপো তৈরি করেন। ওই ডিপোর চারপাশে শত শত পরিবারের বসবাস। গ্রামের পরিবেশ বিপন্ন হওয়ার পথে। পিচ-পাথরের কালো ধোয়া ও ছাই ছড়িয়ে পড়েছে পুরো গ্রামে। এতে চর্মরোগ, এলার্জি, শ্বাসকষ্টসহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। নষ্ট হচ্ছে হাজার হাজার বিঘা জমির ফসল।
এলাকাবাসী জানায়, ঠিকাদার মিজানুর রহমান মাসুককে স্থানীয়রা এ বিষয়ে একাধিকবার জানালেও তিনি হুমকি ধমকি দিয়ে তাড়িয়ে দিয়েছেন। মোটা টাকা বিলিয়ে প্রশাসনকেও এতদিন ওই ঠিকাদার নিজের কব্জায় রেখেছিলেন বলে অভিযোগ আন্দোলনকারীদের।
ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে মিক্সার ডিপোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে অধিকতর পদক্ষেপ নেওয়ার জন্য যা করা প্রয়োজন তা করা হবে।
আরএইচ/জেআইএম