ঝিনাইদহে ট্রাক চাপায় এনজিও কর্মকর্তা নিহত

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে শুক্রবার মধ্যরাতে ট্রাক চাপায় এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সব্যসাচী রায়। তিনি যশোরের মনিরামপুর উপজেলার ব্রহ্মপুত্র গ্রামের বিমল রায়ের ছেলে। নিহত হবার খবরটি নিশ্চিত করে মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া জানান, এনজিও কর্মকর্তা সব্যসাচী ঝিনাইদহ যাওয়ার পথে বিষয়খালি গুচ্ছগ্রামের কাছে পৌঁছলে একটি ট্রাকের পিছনের টাকায় তিনি পৃষ্ঠ হয়ে ঘটনা স্থলে নিহত হন। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ খবর নিশ্চিত করেছেন।

Source link

Exit mobile version