জেলেনস্কিকে প্রতিনিধিদের নিয়ে হোয়াইট হাউজ ছাড়তে বলা হয়েছিল


ওভাল অফিসে উত্তপ্ত বাক্য-বিনিময়ে হতবাক হয়েছে পুরো বিশ্ব। এমন ঘটনা সম্ভবত এবারই প্রথম। হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। কিন্তু তাদের মধ্যে আলোচনা এক সময় বাগবিতণ্ডায় মোড় নেয়। এরপরেই হোয়াইট হাউজ থেকে বেরিয়ে যান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জানা গেছে, ইউক্রেনের প্রতিনিধিদলকে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজ গ্রহণ করে হোয়াইট হাউজ ত্যাগ করতে বলা হয়েছিল। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি বা তার প্রতিনিধি দল কোনো খাবার ছুঁয়েও দেখেননি। বরং তারা ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষ করার পরই হোয়াইট হাউজ ত্যাগ করেন।

গত জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় বারের মতো ক্ষমতা গ্রহণের পর এটাই ছিল জেলেনস্কির সঙ্গে তার প্রথম বৈঠক। শুরুতে হাসি ‍মুখেই কথা বলছিলেন দুই নেতা। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ইস্যুতে নিজেদের মধ্যে তারা তর্কে জড়িয়ে পড়েন। বৈঠকে জেলেনস্কি প্রকাশ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ট্রাম্পের নরম দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে চ্যালেঞ্জ করে বসেন। তিনি বলেন, ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনোভাবেই আপোস হওয়া উচিত নয়।

অপরদিকে ট্রাম্প বলেন, পুতিন একটি চুক্তি করতে চান। রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে চাইলে ইউক্রেনকে কিছু ছাড় দিতে হবে। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলেও একপর্যায়ে গর্জে ওঠেন ট্রাম্প।

আলোচনার একপর্যায়ে ক্ষুব্ধ ট্রাম্প জেলেনস্কিকে বলেন, বৈঠকে ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে উদ্দেশ্য করে বলেন, ‌আপনি বড় সংকটে রয়েছেন। আপনি এটা (যুদ্ধ) জিততে পারবেন না। একটি চুক্তি করুন, নইলে আমরা বেরিয়ে যাই। এসময় জেলেনস্কিকে আরও কৃতজ্ঞ হতেও বলেন তিনি। ঘটনা এখানেই থেমে থাকেনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে ‘অভদ্র’ বলে বসেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউজের সংবাদদাতারা এ বৈঠককে উত্তেজনার এক নজিরবিহীন মুহূর্ত বলে বর্ণনা করেছেন। দুই দেশের দুই শীর্ষ নেতার এমন আচরণে, বিশেষত রাষ্ট্রীয় শীর্ষ পর্যায়ের বৈঠকে যাবতীয় কূটনৈতিক শিষ্টাচারকে জলাঞ্জলি দেওয়ার এই ঘটনায় গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গেছে বলা যায়।

এদিকে, হোয়াইট হাউজে কোনো বিদেশি রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকের পর তাকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের একটি যৌথ সংবাদ সম্মেলন রীতি হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পরও হোয়াইট হাউজ জানায়, দুই রাষ্ট্রনেতা কিছুক্ষণের মধ্যেই একটি সংবাদ সম্মেলনে আসবেন। সেখানে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তিতেও সই করবেন তারা।

কিন্ত এর কিছুক্ষণ পর হোয়াইট হাউজ সেই সংবাদ সম্মেলন বাতিল করার কথা জানায়। এরপর জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের হোয়াইট হাউজ থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে চারবার ধন্যবাদ জানান জেলেনস্কি। তিনি বলেন, ধন্যবাদ যুক্তরাষ্ট্র, আপনাদের সহায়তার জন্য ধন্যবাদ। এই সফরের জন্যও ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কংগ্রেস ও আমেরিকান জনগণকে ধন্যবাদ। ইউক্রেনের ন্যায্যতা ও স্থায়ী শান্তি প্রয়োজন, আমরা ঠিক সেই লক্ষ্যেই কাজ করছি।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version