Facebook Bio Status

জামালপুরে শ্রমিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের ধাওয়া-পাল্টাধাওয়া


জামালপুরে রাজিব পরিবহনের সব বাস সার্ভিস বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে একজন শ্রমিক আহত হয়েছেন।

প্রতিবাদে প্রশাসনের কাছে বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা দাবি করে জামালপুর থেকে সব রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি।

সোমবার (৩ মার্চ) দুপুরে পৌর শহরের আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

জামালপুরে শ্রমিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের ধাওয়া-পাল্টাধাওয়া

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার (২ মার্চ) সকালে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে নান্দিনাগামী ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকচালক আবুল কাসেমের মৃত্যু হয়। এ ঘটনায় রাজিব পরিবহনের সব বাস সার্ভিস বন্ধ ও জামালপুরের বাস সার্ভিস সংস্কারের ছয় দফা দাবিতে সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।

ঘণ্টাব্যাপী অবরোধের একপর্যায়ে বাসশ্রমিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় মনির (৩২) নামের এক বাসশ্রমিক আহত হন। অবরোধ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলাকালে শেরপুর-জামালপুর-টাঙ্গাইল রুটে ও জামালপুর জেলার সাত উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এ ঘটনার প্রতিবাদে প্রশাসনের কাছে জেলার সব বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা দেয় জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। প্রায় দুই ঘণ্টা অবরোধ, পাল্টা অবরোধ ও উভয় পক্ষের উত্তেজনা শেষে সড়ক অবরোধ থেকে সরে আসে উভয় পক্ষ। তবে রাজধানী ঢাকাসহ সব রুটে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল।

জামালপুরে শ্রমিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের ধাওয়া-পাল্টাধাওয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্যসচিব আবিদ সৌরভ বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, যত্রযত্র যাত্রী ওঠানামা, বাসের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় মৃত্যু, যাত্রীদের সঙ্গে বাসের চালক ও শ্রমিকদের খারাপ ব্যবহার বন্ধ, বাসে সিসি ক্যামেরা স্থাপনসহ জামালপুরের বাস সার্ভিস সংস্কারে ছয় দফা দাবিতে এবং রাজিব পরিবহনের সব বাস সার্ভিস বন্ধের দাবিতে আমাদের অবরোধ কর্মসূচি চলছে। আমাদের প্রধান দাবি রাজিব পরিবহনের সব বাস বন্ধ রাখা। সেটা অব্যাহত রয়েছে।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ জানান, বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সব রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button