Facebook Bio Status

জাবিতে ভর্তির ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

এর আগে রবিবার (২ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে ভর্তি কমিটির সদস্যসচিব সৈয়দ আলী রেজা বলেন, সভায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারো ডোপ টেস্ট পজিটিভ হলে তিনি ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন।

এছাড়াও অনলাইনে সাবজেক্ট চয়েজ শুরু বিষয়ে তিনি বলেন, আগামী ১৩ মার্চ থেকে সাবজেক্ট চয়েজ শুরু হতে পারে। এ তারিখকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। সেই সঙ্গে ভর্তি কার্যক্রম শুরুর বিষয়ে তিনি বলেন এপ্রিল মাসের মাঝামাঝিতে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে।

উল্লেখ্য, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি শেষ হয়। এবারে এক হাজার ৮১৪ টি আসনের বিপরীতে দুই লাখ ৬২ হাজার ৪৫০ জন প্রতিযোগিতা করেন।

সৈকত ইসলাম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button