Facebook Bio Status

জাতীয় পতাকার খুঁটিতে বাঁধা হলো জুতা, ভিডিও ভাইরাল


কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখা জামে মসজিদের ইমাম নিয়ে দ্বন্দ্বের জেরে জাতীয় পতাকার খুঁটিতে জুতা ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছে একটি পক্ষ। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর ক্যাম্পাসের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

কলেজের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ভিক্টোরিয়া কলেজ জামে মসজিদের ইমাম রাখাকে কেন্দ্র করে গত দুই মাস ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আগের ইমাম মারুফ বিল্লাহকে অপসারণ করায় আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলেন কলেজ এলাকার স্থানীয় গণ্যমান্য লোকজন। তারা বলেন, স্থানীয়দের সঙ্গে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের বিরোধ কখনও কাম্য নয়। এসময় তারা নতুন ইমাম নিয়োগের দাবি করেন।

এদিকে নামাজের পর ৮-১০ জন যুবক কলেজের প্রশাসনিক ভবনের সামনে থাকা জাতীয় পতাকার তিনটি খুঁটির মাঝেরটিতে বিভিন্ন অশ্লীল স্লোগান দিয়ে জুতা ঝুলিয়ে দেন। এরপর এ ঘটনার ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে জেলাজুড়ে তুমুল সমালোচনা চলছে।

এ বিষয়ে মসজিদের অপসারিত ইমাম মারুফ বিল্লাহ বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। আজ আমি মসজিদেও ছিলাম না। কলেজ প্রশাসন আমাকে অব্যাহতি দিয়েছে। আমি কলেজ থেকে চলে এসেছি। সেখানে এই ঘটনা কারা ঘটিয়েছে, আমি কিছুই জানি না।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞা বলেন, জাতীয় পতাকার খুঁটিতে জুতা উত্তোলন রাষ্ট্রদ্রোহী অপরাধ। এই কাজ কখনও গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে আমরা দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করব।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি, এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ কোন অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ পাটোয়ারী/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button