জাতীয় নাগরিক পার্টি পাহাড়সমান শক্তি দিয়ে রাজনীতি করবে: এ্যানি


নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) স্বাগত জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাই। আমাদের বিশ্বাস, দলটি পাহাড়সমান শক্তি দিয়ে আগামী দিনে রাজনীতি করবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে জুলাই-আগষ্টের গণঅভ্যুথানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি নিয়ে কথা বলেন।

এ্যানি বলেন, জাতীয় নাগরিক পার্টির আত্নপ্রকাশকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি। দলটি আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথ থেকে উঠে এসেছে। এরই মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের প্রতি শুভকামনা ও ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আরও বলেন, বিশেষ করে বিগত ১৫-১৬ বছরের আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদী যে শাসক ছিলো তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। সর্বশেষ জুলাই-আগষ্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা মিলে একসঙ্গে ফ্যাসিবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছি।

দেশের বর্তমান সংকট ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশে বর্তমান ষড়যন্ত্র মোকাবিলায় এই মূহুর্তে প্রয়োজন সুদৃঢ় ঐক্য। যে ফ্যাসিবাদী শক্তি এখনো দেশে-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত, তাকে মোকাবিলা করতে হবে। আমাদের ঐক্য নষ্ট করতে ফ্যাসিবাদীরা লুটের টাকায় দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বিএনপি এই নেতার মতে, ষড়যন্ত্রকে মোকাবিলা করতেয ৫ আগষ্টের আগে আমাদের মধ্য যে ঐক্য ছিলো, তার চেয়ে বেশি দৃঢ় ঐক্য সৃষ্টি করতে হবে। আমাদের মধ্য ছোটখাটো বিষয়ে মতানৈক্য থাকতেই পারে, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করতে হবে। আমার বিশ্বাস, আমাদের এই তরুণরা আগামী দিনে পাহাড় সমান শক্তি নিয়ে আগামীদিনে রাজনীতি করে।

কেএইচ/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version