
রাজনীতিতে কুমিল্লা বরাবরই একটি অগ্রসর জেলা। দেশের বড় রাজনৈতিক দলগুলোতে কুমিল্লার রাজনীতিবিদদের সম্মানজনক অবস্থান রয়েছে। তেমনিভাবে বহুল আলোচিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে কুমিল্লার বেশ ক’জন সাবেক ও তরুণ ছাত্রনেতার অবস্থান রয়েছে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন সোচ্চার তখনই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র ও তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জন উঠে। অবশেষে গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার মানিক মিয়া এভিনিউতে এক বিশাল জনসভার মাধ্যমে ছাত্র ও তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ ঘটে। উপদেষ্টার পর থেকে পদত্যাগ করে নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক মনোনীত হোন এবং আখতার হোসেন হোন সদস্য সচিব।
নবগঠিত জাতীয় নাগরিক পার্টিতে গুরুত্বপূর্ণ পদে একজন নারী সহ কুমিল্লা থেকে স্থান পেয়েছেন আট তরুণ নেতা। নতুন এই রাজনৈতিক দলে মুখ্য সংগঠক পদে রয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের হাসনাত আবদুল্লাহ।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছেন।
এছাড়াও যুগ্ম সদস্য সচিব পদে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর ডিগ্রিধারি লাকসামের মো. রশিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব পদে নাঙ্গলকোটের আকরাম হুসেইন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে মাস্টার্স করেছেন। যুগ্ম সচিব পদে লালমাইয়ের আলাউদ্দিন মোহাম্মদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে পিএইচডি করেছেন।
যুগ্ম সদস্য সচিব পদে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় অনার্স মাস্টার্সধারি লালমাইয়ের জয়নাল আবেদীন শিশির। যুগ্ম মূখ্য সমন্বয়ক পদে নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী কুমিল্লা সদরের নাভিদ নওরোজ শাহ। তিনি কুমিল্লার বিএনপি নেতা শাহ মোহাম্মদ সেলিমের পুত্র। যুগ্ম মূখ্য সমন্বয়ক পদে মুরাদনগরের অ্যাডভোকেট তারিকুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স করেছেন এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সদরের হাফসা জাহান জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য পদে রয়েছেন।