জাতীয় দলের ক্যাম্প শুরু, কবে যোগ দেবেন হামজা


আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করেছেন ফুটবলাররা।

এদিন প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ৩০ ফুটবলারের মধ্যে রিপোর্ট করেছেন ২৭ জন। ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী ১৯ মার্চ ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন। ইতালি লিগে খেলা ফাহামেদুল ইসলাম সৌদি আরব গিয়ে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন ১০ মার্চ।

আগামীকাল (শনিবার) সকাল থেকে শুরু হবে মাঠের অনুশীলন। বসুন্ধরা কিংস অ্যারেনায় ৫ মার্চ পর্যন্ত অনুশীলন করে ২৮ জন নিয়ে সৌদি আরব যাবেন কোচ হ্যাবিয়ের ক্যাবরেরা। সেখান থেকে দল ঢাকায় ফিরবে ১৭ মার্চ।

ডিফেন্ডার সাদ উদ্দিন শুক্রবার রিপোর্ট করেননি। শনিবার সকালে অনুশীলনের আগেই তার হোটেলে ওঠার কথা রয়েছে। ঢাকায় তিন দিন অনুশীলন করে দল যাবে শিলংয়ে। সেখানে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ গ্রুপের অন্য দুই দল হংকং ও সিঙ্গাপুর।

আরআই/এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version