জয়পুরহাটে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করে বিক্ষোভ


জয়পুরহাটের পাঁচবিবিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে সাব-রেজিস্ট্রি অফিস ঘেরাও করেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী সাব-রেজিস্ট্রারের অফিসে অবস্থান করেন শিক্ষার্থীরা।

এসময় সদ্য যোগদান করা উপজেলা সাব-রেজিস্ট্রার কামরুল ইসলামের সামনে দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত টাকা নেওয়াসহ বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়মের বিষয়ে উপস্থাপন করেন শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমাদের সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষখোর দলিল লেখক সমিতি রয়েছে। দলিল লেখার সময় তারা যদি অতিরিক্ত টাকা চায় তখন আপনারা তাদের জুতা মারবেন। উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসকে যদি তারা ব্যবসায়ী প্রতিষ্ঠান বানাতে চায় তাহলে তাদের ঠিকানা দিল্লিতে হবে কি না জানি না। ঘুষ নিলে আমাদের জানাবেন আমরা ছাত্র জনতা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবো।

অভিযোগের বিষয়ে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি অমল প্রসাদ পাণ্ডের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিবো না।

পাঁচবিবি উপজেলা (ভারপ্রাপ্ত) সাব-রেজিস্ট্রার কামরুল ইসলাম বলেন, ৫ মার্চ এখানে যোগদান করেছি। আজকে সমন্বয়করা হঠাৎ অতর্কিত আমার এজলাসে ঢুকে কর্মচারী ও দলিল লেখকদের সঙ্গে যে হেস্তনেস্ত করার চেষ্টা করেছে এটা সুষ্ঠু মস্তিষ্কে কেউ করতে পারে না।

আল মামুন এএমইউএন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version