Status

জবি ভর্তি পরীক্ষায় ছাত্রদল নেতার মেডিকেল ক্যাম্প

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মেডিকেল হেল্প ডেস্ক ও ক্যাম্প বসিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ও জাতীয়তাবাদ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি কাজি জিয়াউদ্দিন বাছেদ। তার জন্মদিন উপলক্ষে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বলে প্রচার করেন তার কর্মীরা। 

 

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বাহাদুর শাহ পার্কে ভর্তি-ইচ্ছু পরীক্ষার্থী ও অবিভাবকদের এই সেবা দেন তার অনুসারীরা। 

 

 

এসময় ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে মেডিকেল চেক-আপ, ঔষধ সরবরাহ, স্যালাইন, রক্তের গ্রুপ নির্নয়সহ বিভিন্ন প্রাথমিক এবং লোক কার্যক্রম করেন।

 

 

মেডিকেল ক্যাম্পের দায়িত্বরত সোলায়মান খান সাগর বলেন, সি ইউনিটের ভর্তি পরীক্ষা এবং বাসিত ভাইয়ের জন্মদিন একই দিনে পড়েছে। ভর্তি পরীক্ষা দিতে এসে অনেকে অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রাথমিক চিকিৎসায় আমাদের এই উদ্যোগ নেয়া হয়েছে। 

 

 

ব্যতিক্রমি ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়ার বিষয়ে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, আজ আমার জন্মদিন, আমি চাইলে জন্মদিনে কেক কাটতে পারতাম। কিন্তু আমার মনে হয়েছে জন্মদিনের ভিন্ন কিছু করা যায়, যা সুবিধা বঞ্চিত এবং সাধারণ মানুষের কাজে আসবে। যেহেতু একই দিনে জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং আমার জন্মদিন পড়েছে, তাই বাহাদুর শাহ পার্কে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় এমন উদ্যোগ নেয়া হয়েছে।

Source link

Leave a Reply

Back to top button