জনপ্রিয় অভিনেতা উত্তম মহান্তি মারা গেছেন


ভারতের ওড়িশা সিনেমার জনপ্রিয় অভিনেতা উত্তম মহান্তি আর নেই। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে দিল্লির গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি সিরোসিস অফ লিভার ধরা পড়েছিল প্রবীণ এ অভিনেতার। তাকে দিল্লিতে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

খ্যাতিমান এ অভিনেতার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনি লিখেছেন, ‘ওড়িশার বিখ্যাত অভিনেতার প্রয়াণে শোকাহত। উত্তম মহান্তির প্রয়াণে ওড়িয়া শিল্প জগতে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। যদিও দর্শকমনে তার স্থান চিরকালীন। আমি তার আত্মার চির শান্তি কামনা করি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।’

অভিনেতার পরিবার সূত্রে জানা গেছে, একই সঙ্গে নিউমোনিয়া এবং সিরোসিস অফ লিভারে ভুগছিলেন মহান্তি। চলতি মাসের শুরুতে প্রথমে ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি। অবস্থার আরও অবনতি ঘটায় তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। সেই সময় গণমাধ্যমকে এ সংবাদ জানিয়েছিলেন সদ্যপ্রয়াত অভিনেতার পুত্র বাবুসান।

বাবার অসুস্থতা সম্পর্কে অভিনেতার পুত্র আরও জানিয়েছিলেন, ভুবনেশ্বরের একটি প্রথম সারির হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল উত্তম মহান্তিকে। পরে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা এ অভিনেতাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ মেনে ভারতের রাজধানীতে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয় তাকে। কারণ অভিনেতাকে অঙ্গ সহায়তার (অর্গান সাপোর্ট) মাধ্যমে সচল রাখা হয়েছিল। ভুবনেশ্বর হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের প্রধান বাবুসানকে এই পরামর্শ দিয়েছিলেন।

১৯৫৮ সালে বারিপদায় জন্ম অনেক সফল সিনেমা নায়ক মহান্তির। ১৯৭৭ সালে সাধু মেহের পরিচালিত ‘অভিমান’ সিনেমা দিয়ে ওড়িয়া বিনোদন দুনিয়ায় আত্মপ্রকাশ তার। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়ায় আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তার ‘চকোলেট বয়’ ইমেজ দর্শককে মুগ্ধ করেছিল।

অভিনেতা উত্তম মহান্তি অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘নিঝুম রাতিরা সাথী’, ‘চিনহা অচিন’, ‘রামায়ণ’, ‘তপস্যা’, ‘রাম বলরাম’, ‘পালটক’, ‘অভিলাষা’, ‘দন্ড বালুঙ্গা’, ‘পূজা ফুল’, ‘জাগা হাতরে পাগা’, ‘সাহারী বাঘাগে’, ‘মুতালাগা’, ‘সাহারি বাঘাগে’, রাহেনা, ‘চাকা ভাউনারী’, ‘জোর জাহারা মুলক তাহারা’, ‘তুন্ডা বাইদা’, ‘সুনা চাদেই’, ‘পুয়া মোরা কালা ঠাকুর’, ‘কন্যাদান’, ‘চাকা আঁখি সব দেখেছি’, ‘রজনীগন্ধা’র মতো সফল সিনেমা। তার সঙ্গে টলি অভিনেত্রী ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এক সময় জুটি বেঁধে একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছিলেন। পাশাপাশি, অভিনেত্রী স্ত্রী অপরাজিতার সঙ্গেও উত্তমের জুটি দর্শকের প্রিয় ছিল।

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version