Status

জকিগঞ্জে মাহে রামাদানের পবিত্রতা রক্ষার লক্ষে ইসলামি আন্দোলনের মিছিল ও সমাবেশ

 

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ পৌর শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবু সুফিয়ান ফরিদীর পরিচালনায় মিছিল পরবর্তী এম এ হক চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক এইচ এম জিল্লুর রহমান, এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা অফিস সম্পাদক মাওলানা আব্দুল খালিক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাষ্টার হারিছ উদ্দিন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক কারী হোসাইন আহমদ, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মাওলানা জামিল আহমদ, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, হাফিজ মাওঃ ইউসুফ আলী, মাওলানা আবু তাহের মিছবাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা সভাপতি ছাত্র নেতা মোঃ আমান উল্লাহ ইমন প্রমূখ।

 

সমাবেশে বক্তারা বলেন, রামাদানের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তাই দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ, অশ্লীলতা ও বেহায়াপনা রোধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

 

তারা আরও বলেন, সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারে এবং স্বস্তিতে রোজা পালন করতে পারে, সে জন্য সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

Source link

Leave a Reply

Back to top button