Status

জকিগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে শ্রমিকদলের কর্মী সমাবেশ

 

জকিগঞ্জে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিকদলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার বিকাল ৪ টার সময় জকিগঞ্জ ডাক বাংলো প্রাঙ্গনে উপজেলা শ্রমিকদলের সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে ও পৌর শ্রমিকদল নেতা ইসলাম উদ্দিনের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক সুরমান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিকদলের সদস্য সচিব নুরুল ইসলাম, জেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক শাহ আব্দুল মুকিত, মহানগর শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকদলের সদস্য মনজুর চৌধুরী লিটন।

 

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদল নেতা এবাদ উদ্দিন, হাসান আহমদ, কামরুল ইসলাম তালুকদার, সুজন আহমদ, সুলতান আহমদ (কসকনপুর)রাহুল দেব, ইমরান আহমদ, কবির আহমদ, পৌর শ্রমিকদল নেতা, আল আমিন আহমদ, মুহিব আহমদ, আব্দুল জলিল , সাব্বির আহমদ, আব্দুল হালিম, রাজু আহমেদ, আজির  আহমদ সহ উপজেলা ও পৌর শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন পৌর শ্রমিকদল নেতা আরিফ আহমদ।

 

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তে অর্জিত এই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রে নস্যাৎ করতে দেওয়া যাবে না। হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

 

কর্মী সমাবেশ শেষে শ্রমিকদল নেতৃবৃন্দ জকিগঞ্জ পৌর শহরে সাধারণ মানুষের মধ্যে এ সংক্রান্ত লিফলেট বিতরণ করেন।

Source link

Back to top button