Facebook Bio Status

ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু


চট্টগ্রামে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হামলাকারী ওই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর কোতোয়ালি থানার জেল রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছিনতাইকারী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাকালে নগরীর লালদিঘী মোড়ে ছিনতাইকারীকে ধাওয়া দেয় লোকজন। এ সময় ছিনতাইকারী জেল রোড ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দেওয়া লোকজনের চিৎকারে শাহ আমানত শাহ মাজার সংলগ্ন সামনে সড়কে থাকা যুবক ওই ছিনতাইকারীকে আটকাতে যান যুব। এ সময় ওই যুবককে ছুরিকাঘাত করে ছিনতাইকারী। পরে স্থানীয় লোকজন আহত যুবককে উদ্ধার করে প্রথমে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল এবং পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে ঘটনাস্থল থেকেই ওই ছিনতাইকারীকে ধরে পিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে তাকে পুলিশ গিয়ে আটক করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিয়াউর বলেন, ‘আমরা রাতে টহল ডিউটিতে ছিলাম। রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়েছি একজন ছিনতাইকারীকে ধরার সময় এক যুবক ছুরিকাহত হয়েছেন। এ সময় আমরা দ্রুত জেল রোডে যাই। আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে জনতার রোষানল থেকে হামলাকারী ওই ছিনতাইকারীকে আটক করে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নিয়েছি। তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার হয়েছে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে লালদীঘি পাড়ে এক ছিনতাইকারীকে ধাওয়া দেয় স্থানীয় লোকজন। এ সময় সামনে থাকা যুবক ওই ছিনতাইকারীকে আটকাতে গেলে তাকে ছুরিকাঘাত করে ওই ছিনতাইকারী। এতে যুবক মারা যায়। পরে উত্তেজিত জনতা ছিনতাইকারীকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

এমডিআইএইচ/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button