ছাত্র-জনতা হত্যা সহ একাধিক মামলার আসামি বিল্লালকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

আশুলিয়া থেকে মাদক মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং জুলাই গণহত্যাসহ একাধিক মামলার আসামি বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আজ (রবিবার) দুপুরে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে ডিবি।

 

শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, সাভার জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন নিরিবিলি এলাকার ত্রাস, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বিল্লাল হোসেন সামান্য বিদ্যুৎ মিস্ত্রি থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে শতকোটি টাকার মালিক হয়েছেন। গ্রেফতারকৃত বিল্লাল হোসেনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলাসহ একাধিক মামলা রয়েছে। যার মধ্যে একটি মাদক মামলায় সে যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘ দিন ধরে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাকি দিয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষ তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বিল্লাল হোসেনকে আজ (রবিবার) দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে জানিয়ে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ।

Source link

Exit mobile version