Facebook Bio Status

ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় বিএনপি নেতা!


কিশোরগঞ্জের কটিয়াদী থেকে মহসিন ভূঁইয়া (৩৫) নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার বেতাল বাজার থেকে তাকে গ্রেফতার করে কটিয়াদী মডেল থানা পুলিশ।

মহসিন উপজেলার মসুয়া ইউনিয়নের রামদি গ্রামের আব্দুল শহীদ ভূঁইয়ার ছেলে। হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

তবে ছাত্রলীগ নেতা মহসিনকে থানা থেকে ছাড়িয়ে নিতে মসূয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রতন জোর প্রচেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মহসিনের ফেসবুক আইডি সূত্রে জানা যায়, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের ঘনিষ্ঠ। বঙ্গবন্ধু হত্যা মামলা ও বিডিআর বিদ্রোহ মামলার তদন্ত কর্মকর্তা সাবেক সিআইডি পুলিশের অতিরিক্ত ডিআইজি কিশোরগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত আবদুল কাহার আকন্দের একান্ত প্রিয়ভাজন ছিলেন। তার ছোট ভাই কটিয়াদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

পুলিশের একটি সূত্র জানায়, ছাত্রীলীগ নেতাকে মহসিনকে থানায় নিয়ে যাওয়ার পর থেকে বুধবার গভীর রাত পর্যন্ত তাকে ছাড়িয়ে নিতে তদবির করেন মসূয়া ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল কুদ্দুস রতন।

কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, ‘রতন নামের একজন থানায় এসেছিলেন। থানায় এসে বলেন, মহসিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না।’

তবে অভিযোগ অস্বীকার করে মসূয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রতন বলেন, ছাত্রলীগ নেতা মহসিনকে ছাড়ানোর জন্য আমি কোনো তদবির করিনি, থানায়ও যাইনি।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ছাত্রলীগের ওই নেতাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসকে রাসেল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button