ছাত্রদলের কমিটি ঘোষণার দুই ঘণ্টা পর স্থগিত


ফরিদপুরের ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ (কে এম) কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণার দুই ঘণ্টার মধ্যেই স্থগিত করা হয়েছে।

শনিবার (১ মার্চ) রাত ৯টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছির সই এ কমিটির অনুমোদন দেন।

২৫ সদস্যবিশিষ্ট কমিটিতে আবিদ শিকদারকে সভাপতি ও আরাফাত মুন্সিকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া সিনিয়র সহসভাপতি একজন, সহসভাপতি সাতজন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক একজন ও ছয়জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।

এদিকে, কমিটি ঘোষণার দুই ঘণ্টা পর শনিবার রাত ১১টার দিকে কমিটি স্থগিত ঘোষণা করা হয়। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদমর্যাদার দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা পত্রে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

উপজেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য গত ২৭ ফেব্রুয়ারি কাউন্সিলরদের ভোট হয়। এসময় কেন্দ্রীয় ছাত্রদল, ফরিদপুর জেলা ও ভাঙ্গা উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। ভোটে সভাপতি তিনজন ও সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে আবিদ শিকদার ও সাধারণ সম্পাদক পদে আরাফাত মুন্সি বেশি ভোট পান। তাদেরকেই শনিবার ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানজিদ ফেরদৌস বলেন, সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণার দুই ঘণ্টার মধ্যে স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। তবে কী কারণে কমিটি স্থগিত করা হয়েছে তা জানা নেই।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version