Status

ছাগলনাইয়ায় রমজানের পবিত্রতা রক্ষার্থে ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল

 

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেঁস্তোরা বন্ধ রাখা, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ,ফেনীর ছাগলনাইয়া উপজেলা শাখার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে স্বাগত মিছিলটি দলের উপজেলা কার্যালয় থেকে শুরু করে  বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। 

 

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ শালিখা শাখার সভাপতি মাওলানা আবদুল হক এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আবদুল মতিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া,যুগ্ম সম্পাদক মাওলানা কেএম বেলাল,সহ প্রশিক্ষন সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন,হাফেজ মাওলানা ওবাইদুল হক,ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা হাফেজ মাঈন উদ্দিন ও ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি আফতাবুল কায়সার প্রমূখ। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

 

স্বাগত মিছিল শেষে বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় পানাহার বর্জন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ, বেপর্দা বেহায়াপনা বন্ধ, পবিত্র সিয়াম সাধনার ব্রতী, দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

Source link

Leave a Reply

Back to top button