
লা লিগায় হারের দুঃস্মৃতি নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বি আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।
রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টায়।
এবারের লা লিগায় দুইবারের দেখায় একবারও আতলেতিকোকে হারাতে পারেনি রিয়াল। দুটি ম্যাচই শেষ হয় ১-১ সমতায়। রিয়াল বেতিসের বিপক্ষে ২-১ গোলে হারের টাটকা ক্ষত নিয়ে নগর প্রতিপক্ষের সামনে কার্লো আনচেলত্তির দল।
চ্যাম্পিয়ন্স লিগের জন্য রিয়ালের গল্পটা আবার সবসময়ই ভিন্ন। লিগে একের পর এক হোঁচট খেলেও প্লে অফে দুই লেগেই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
তবে আতলেতিকোর বিপক্ষে কাজটা সহজ হবে না বলে মনে করেন রিয়াল কোচ আনচেলত্তি। ফিরতি লগ হবে আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয়, আগামী সপ্তাহে। ঘরের মাঠে তাই যদ্দুর সম্ভব বড় ব্যবধানের জয় চান কিনা এমন প্রশ্নে ইতালিয়ান এই কিংবদন্তি কোচ বলেন, চাইলেও সেটা অসম্ভব। মেত্রোপলিতানোতেই দলের ভাগ্য নির্ধরণ হবে বলে মনে করেন এই অভিজ্ঞ কোচ।
“আমরা তা মনে করি না। এটা অসম্ভব। লড়াইটা কঠিন হবে এবং দ্বিতীয় লেগেই সবকিছু ফয়সালা হবে। আগামীকালের (মঙ্গলবার) লক্ষ্য ভালো খেলা এবং এগিয়ে যাওয়া। ম্যাচটি হবে সমানে-সমান এবং প্রতিদ্বন্দ্বিতামূলক। আগামীকাল (মঙ্গলবার) আমরা বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার কথা ভাবতে পারি না। প্রতিপক্ষ শক্তিশালী।”
“দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে পার্থক্য আমাদের বিবেচনা করতে হবে। আতলেতিকো অনেক বেশি পাল্টা-আক্রমণ করতে পারে। কিন্তু আমি আমাদের ধরন, মানসিকতা পরিবর্তন করতে চাই না।”
তিনবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে তিনবারই রানার্সআপ হয়েছে আতলেতিকো। ২০১৪ ও ২০১৬ সালে সর্বশেষ দুবার ফাইনালে হারতে হয়েছিল রিয়ালের কাছে। এ ছাড়া ২০১৫ সালে কোয়ার্টার ফাইনাল থেকে এবং ২০১৭ সালে সেমিফাইনালেও রিয়ালের কাছে হেরেই বিদায় নিতে হয় দলটিকে।
সেই দল এবার ৮৫ মিলিয়ন ইউরো খরচায় যুক্ত করেছে হুলিয়ান আলভারেজকে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের ছোঁয়ায় এবার ভাগ্য বদলাবে বলে বিশ্বাস দলটির কোচ দিয়েগো সিমেওনের।
‘আতলেতিকো মাদ্রিদের যেমন খেলোয়াড় দরকার ছিল, সে তেমনই এক খেলোয়াড়। সেরা দিনের লুইস সুয়ারেসকেই মনে করিয়ে দিচ্ছে সে।’
একই সময়ে মাঠে নামছে আর্সেনালও। ইংলিশ ক্লাবটির প্রতিপক্ষ পিএসভি আইন্দোভেন।
চ্যাম্পিয়ন্স লিগে আজকের খেলা
ম্যাচ বাংলাদেশ সময়
ক্লাব ব্রুগা–অ্যাস্টন ভিলা রাত ১১–৪৫ মি.
রিয়াল মাদ্রিদ–আতলেতিকো রাত ২টা
পিএসভি–আর্সেনাল রাত ২টা
ডর্টমুন্ড–লিল রাত ২টা