
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার তিনটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানটি পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে পরিচালিত হয়।
অভিযানে ইটভাটাগুলির বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধভাবে মাটি কাটা এবং অন্যান্য পরিবেশগত ক্ষতির প্রমাণ উঠে আসে। ফলে প্রতিটি ইটভাটাকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস বলেন, ইটভাটাগুলোর কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং এটি কৃষি জমির উর্বরতা কমাচ্ছে। এসব কার্যক্রম রোধ করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক নাইম হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
হুসাইন মালিক/এফএ/এমএস