চিলমারীতে শ্রমিক লীগের নেতা মাসুদ গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার উপর হামলাকারী ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর মোঃ আসাদুজ্জামান মাসুদ (৪৬) কে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) আনুমানিক রাত ১ টার দিকে অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন রমনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম খরখরিয়া গ্রামের বাসিন্দা মৃত খয়বর আলীর ছেলে। এছাড়াও তিনি জাতীয় শ্রমিক লীগ চিলমারী উপজেলা শাখার কার্য নিবার্হী কমিটির সহ-সভাপতি পদে আছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছেন, বিগত পতিত আওয়ামী লীগের ফ্যাসিস্ট, ছাত্র জনতার উপর হামলাকারী অদ্য চিলমারী মডেল থানার রাত্রিকালীন অভিযান পার্টিতে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে অভিযান শেষে চিলমারী মডেল থানার মামলা নং-০৩, তারিখ-১২/২/২০২৫ ইং এর গ্রেফতার করা হয়েছে। তাছাড়া সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতেও এ অভিযান অব্যাহত রয়েছে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোশাহেদ খান বলেন, রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতারকৃত আসামীকে অদ্য ০৪/০৩/২০২৫ ইং তারিখ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইলো।