Facebook Bio Status

চালের বস্তায় হাসিনার নাম, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক প্রত্যাহার


বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান রাজুকে প্রত্যাহার করে খাদ্য অধিদপ্তরে সংযুক্তি করা হয়েছে। ‘শেখ হাসিনার বাংলাদেশ- ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা আগের বস্তায় চাল বিতরণ করার পর তাকে প্রত্যাহার করা হলো। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগের এক প্রজ্ঞাপনে রিয়াজুর রহমান রাজুকে প্রত্যাহার করা হয়।

জানা গেছে, সম্প্রতি শেখ হাসিনার নাম লেখা বস্তায় চাল বিতরণ করা নিয়ে এক গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব শাহ আবদুল আলীম খান।

যদিও বিষয়টি তদন্তের জন্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সারাদেশে কোনো ধরনের বিতর্কিত বস্তা ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে রিয়াজুর রহমান রাজু বলেন, ‘শেখ হাসিনার বাংলাদেশ- ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ লেখাটি কালি দিয়ে মুছে দেওয়ার জন্য আগেই খাদ্য অধিদপ্তর নির্দেশনা দিয়েছিল। সে অনুযায়ী কালি দিয়ে মুছে চাল বিতরণ করা হয়েছে। এরমধ্যে যদি ভুলক্রমে দুই-একটি বস্তা চলে যায়, সেটি যাচাই করা জেলা খাদ্য নিয়ন্ত্রকের পক্ষে কতটুকু সম্ভব! এটা হয়তো কর্তৃপক্ষ ভুল বুঝেছে। এটা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের জন্য করা হয়েছে কি না, সেটাও জানি না।

এনএইচ/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Back to top button