Status

চার ম্যাচ নিষিদ্ধ মরিনহো

খেলার মাঠ ও মাঠের বাইরে অনেক ঘটনার জন্ম দিয়ে বহুবার আলোচিত-সমালোচিত হয়েছেন কোচ জোসে মরিনহো। এসব কারনে অনেকবার শাস্তির মুখেও পড়েছেন এই পর্তুগিজ কোচ। এবার রেফারিকে আক্রমনাতœক মন্তব্যের জন্য নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানার মুখে পড়েছে তুর্কি ক্লাব ফেনারবাচের কোচ জোসে মরিনহো। ফেনারবাচের কোচকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে তুরস্কের ফুটবল ফেডারেশন। চার ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ১৬ লাখ ১৭ হাজার লিরা জরিমানা করা হয়েছে মরিনহোকে। বৃহস্পতিবার এমনটি জানিয়েছে তুরস্কের ফুটবল ফেডারেশন। সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশন উল্লেখ করেছে, তুর্কি রেফারির প্রতি ‘অপমানজনক ও আক্রমণাত্মক’ মন্তব্যের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। মরিনহোর মন্তব্য খেলাধুলার নৈতিকতা ভঙ্গ ,সহিংসতা ও বিশৃঙ্খলা উসকে দিয়েছে এবং সমর্থকদের উত্তেজিত করে তুলতে পারে বলে মনে করে ফেডারেশন। গত সোমবার তুরস্ক ফুটবল লিগে ফেনারবাচে ও গালাতাসারের ম্যাচে এমন কান্ড করেন মরিনহো। চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের লড়াই শেষ হয় গোলশূণ্য ড্রয়ে। দুই ক্লাবের অনুরোধে এই ম্যাচে বিদেশি রেফারি আনা হয়। ম্যাচটি পরিচালনা করেন সেøাভেনিয়ার রেফারি সøাভকো ভিনচিচ। মরিনিয়োর এসব মন্তব্যের পর সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানায় গালাতাসারে। ৬২ বছর বয়সী পর্তুগিজ এই কোচের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরুর ঘোষণা দেয় ক্লাবটি। ফেনারবাচে অবশ্য কোচের পাশেই দাঁড়িয়েছে। ক্লাব কর্তৃপক্ষ বিবৃতিতে বলেন, মরিনহোর মন্তব্যকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে এবং বিকৃত করা হয়েছে। তারাও পাল্টা ঘোষণায় জানায়, ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তুরস্কের রেফারিদের নিয়ে আপত্তিজনক মন্তব্যের দায়ে আগেও এক দফায় জরিমানা করার পাশাপাশি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল মরিনহোকে।

Source link

Leave a Reply

Back to top button