চাকরির ভাইভা দিয়ে বাসায় ফেরা হলো না গৌতমের


শরীয়তপুরের জাজিরায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে গৌতম হাওলাদার (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জাজিরা-নড়িয়া সড়কের মনিরুদ্দিন সরদার কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৌতম হাওলাদার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার সন্তোষপুর এলাকার সঞ্জয় হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাকরি ইন্টারভিউ দিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় গিয়েছিলেন গৌতম। শুক্রবার বিকেলে ইন্টারভিউ শেষে ঢাকা থেকে এক নিকটাত্মীয়ের বাড়ি শরীয়তপুরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। পদ্মা সেতুর নাওডোবা গোলচত্বর থেকে ওঠেন সিএনজিচালিত অটোরিকশায়। অটোরিকশাটি জাজিরা উপজেলার মনিরুদ্দিন সরদার কান্দি এলাকায় পৌঁছালে হঠাৎ চাকা পাংচার হয়ে উল্টে যায়। এতে চাপা পড়ে গুরুতর আহত হন গৌতম। পরে স্থানীয়রা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, সিএনজির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গৌতম গুরুতর আহত হয়ে মারা যান। মরদেহ হাসপাতালে রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিধান মজুমদার অনি/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version