চাকরির পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়কে প্রাণ গেলো চাচা-ভাতিজির


লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্ণামতি ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজি নিহত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আদিতমারীর স্বর্ণমতি ব্রিজ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তারা লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলেন।

নিহতরা হলেন, রমজান আলী কালু (৪০) ও তার ভাতিজি খাদিজা কোবরাতুল খুশি (২৫)। নিহত রমজান আলী কালু কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। খাদিজা কোবরাতুল খুশি একই এলাকায় খোরশেদ আলমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা নাবিলা পরিবহনের বাসটি সকাল ১০টায় স্বর্ণামতি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘাতক বাসটি মোটরসাইকেলটিকে টেনে হেঁচড়ে দুই কিলোমিটার নিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক রমজান আলী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া পেছনে বসা খাদিজা কোবরাতুল খুশি গুরুতর আহত হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, চালক পালিয়ে গেলেও নাবিলা পরিবহন বাসটি থানায় নিয়ে আসা হয়েছে।

রবিউল হাসান/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version