Facebook Bio Status

চাকরিতে পুনর্বহাল ও বকেয়া বেতন চান আউটসোর্সিং কর্মচারীরা


চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের ব্যানারে আউটসোর্সিং কর্মীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করেন তারা।

সমাবেশে আন্দোলনকারীরা বলেন, আউটসোর্সিং, দৈনিকভিত্তিক ও প্রকল্পভুক্ত কর্মচারীরা সবচেয়ে অবহেলিত। আমরা কোনো বৈষম্য চাই না, চাই মর্যাদাপূর্ণ জীবনধারণের অধিকার। সরকারিম আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদার প্রথা বাতিল করে বিনা কারণে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধ করতে হবে। এটিই আমাদের দাবি।

তারা আরও বলেন, বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে কর্মচারীদের মাসিক বেতন ন্যূনতম ২৫ হাজার টাকা, উৎসব ভাতা চালু ও প্রতি বছর ৫ শতাংশ বেতন বৃদ্ধি নিশ্চিত করতে হবে। অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ ও টেন্ডার জটিলতা নিরসন এবং সব অনিয়মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

‌‘আমাদের কর্মজীবী নারীদের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যূনতম ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে হবে এবং কর্মঘণ্টা শ্রম আইনের ভিত্তিতে নির্ধারণ করতে হবে’ বলেও দাবি জানান আন্দোলনকারীরা।

সমাবেশে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ও ঐক্য পরিষদের সভাপতি মাহবুবুর রহমান আনিসের নেতৃত্বে তিন শতাধিক আউটসোর্সিং কর্মী অংশ নেন।

এএএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Leave a Reply

Back to top button