চাঁদপুরে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক


চাঁদপুরে সেহরির সময় গ্যাস-সংযোগ থেকে হওয়া অগ্নিকাণ্ডে দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- খাদিজা আক্তার (২৫), শাহনাজ বেগম (৬০), আব্দুর রহমান (৬৫) ও মো. মমিন (১৪)। দগ্ধদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

রোববার (৯ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, চাঁদপুরের এক বাসায় গ্যাস-সংযোগ থেকে হওয়া অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আমাদের এখানে চারজন এসেছেন। তাদের মধ্যে খাদিজা আক্তারের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ, শাহনাজ বেগমের শরীরের ২০ শতাংশ দগ্ধ, আব্দুর রহমানের শরীরের ১৮ শতাংশ দগ্ধ ও মো. মমিনের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে।

কাজী আল আমিন/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version