
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ অর্থ বছরে গবেষণা খাতে বরাদ্দ থেকে ৫৫ লাখ ৭৫ হাজার টাকার গবেষণা অনুদান প্রদান করা হয়েছে। গবেষণা বৃদ্ধির জন্য ৩৯ জন গবেষকের মাঝে এই অনুদান দেয়। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত গবেষকদের গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ গবেষকদের হাতে অনুদানের চেক তুলে দেন।
এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধিভুক্ত প্রতিষ্ঠানের ৩৮ জন চিকিৎসক শিক্ষক ও ১ জন নার্সিং কলেজের শিক্ষকদের মাঝে ১ম কিস্তির চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ বলেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান আরো উন্নত করতে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে। গবেষণার মান বিশ্বমানের করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরণের সুযোগ সুবিধা প্রদান করা হবে।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন ডা. মেহেরুন্নিসা খানম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. হাসিনা নাসরীন, কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা এবং সহকারী রেজিস্ট্রার ও সদস্য সচিব ডা. মাহিদ বিন আমীন প্রমুখ বক্তব্য রাখেন।