চট্টগ্রাম বন্দরে দুই জাহাজের মধ্যে সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরে দুই জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (০৩ মার্চ) রাত সাড়ে ১২টায় বন্দরের বহির্নোঙরে নোঙ্গররত বেলিজের পতাকাবাহী ট্যাঙ্কার এমটি রিনের (MT RHINE) সঙ্গে পানামার পতাকাবাহী কনটেইনারবাহী জাহাজ ইয়ং উই-১১ (YOUNG YUE -11)-এর সংঘর্ষ হয়। পরে প্রায় চার ঘণ্টার চেষ্টায় বহির্নোঙরসহ সব চ্যানেল সচল করা হয়।
মঙ্গলবার (০৪ মার্চ) সন্ধ্যায় সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব জানান, সোমবার রাত ১২টা ২০ মিনিটে দুই জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে। এমটি রিন জাহাজটির নোঙ্গর ক্যাবলের সঙ্গে ইয়ং উই-১১ এর প্রোপেলার আটকে যায়। এতে কনটেইনারবাহী জাহাজের আংশিক ক্ষতি হয়।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দর দ্রুততার সঙ্গে টাগ ভেসেল কান্ডারি-১০, কান্ডারি-৪, বিএলভি লুসাই ও পাইলট ভেসেল ঘটনাস্থলে পাঠায়। পরে চট্টগ্রাম বন্দরের পাইলট ও সংশ্লিষ্ট কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি দল আনুমানিক সাড়ে ৪টায় সফলতার সঙ্গে কনটেইনারবাহী জাহাজটিকে মুক্ত করে নিরাপদে সরিয়ে নেয়। বর্তমানে বহির্নোঙরসহ চ্যানেলে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম নিরাপদে সম্পন্ন হচ্ছে।