চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষের পর একটি জাহাজের সঙ্গে আরেকটি জাহজা আটকে গেছে। প্রায় চার ঘণ্টা পর বন্দরের একটি জাহাজ ওই দুটি জাহাজকে নিরাপদে সরিয়ে নিয়েছে। আর তাতে বন্দর বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা থেকে মুক্ত হয়েছে। বন্দরের কর্মকর্তারা জানান, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ পাম্প তেলবাহী ট্যাঙ্কার এমটি রাইনের সঙ্গে কন্টেইনারবাহী জাহাজ ইয়াং ইউ-১১ জাহাজের মধ্যে সংঘর্ষ হয়।
এতে ট্যাঙ্কারটির নোঙর ক্যাবলের সঙ্গে কন্টেইনারবাহী জাহাজের প্রপেলার আটকে যায় এবং কন্টেইনারবাহী জাহাজের আংশিক ক্ষতি হয়। তীব্র স্রোতের কারণে কন্টেইনারবাহী জাহাজটি নিয়ন্ত্রণ হারালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দরের তিনটি সাহায্যকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বন্দরের পাইলট ও কর্মচারীদের সমন্বয়ে একটি দল জাহাজ দুটিকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দ্রুততার সাথে টাগ ভেসেল কা-ারী-৪ ও ১০, বিএলভি লুসাই ও পাইলট ভেসেল ঘটনাস্থলে পাঠায়। পরবর্তীতে চট্টগ্রাম বন্দরের অভিজ্ঞ পাইলট ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত একটি দল আনুমানিক বিকেল সাড়ে চারটায় সফলতার সাথে কন্টেইনারবাহী জাহাজটি মুক্ত করে নিরাপদে সরিয়ে নিয়েছেন। বর্তমানে বহির্নোঙরসহ চ্যানেলে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম নিরাপদে সম্পন্ন হচ্ছে। #