চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের আরও ১০ জন গ্রেফতার


চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছিনতাইকারী চক্রের আরও ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ মার্চ) ভোরে নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- গনপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) এবং সিয়াম শেখ (১৮)। এর আগে ঘটনার দিনই ঘটনাস্থল থেকে সাইমন (২৭) ও আলী ইমাদ ওরফে তাফসির ইমাদ (২২) নামে আরও দুই হামলাকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামিরা প্রত্যেকে পতেঙ্গা সি বিচে ত্রাস সৃষ্টি করে পুলিশ সদস্য এসআই ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইল ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত। এছাড়া গ্রেফতার অপরাধীরা সি বিচ এলাকায় দর্শনার্থী ও সাধারণ মানুষদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর পতেঙ্গা বেড়িবাঁধ এসপিএল ডিপো সংলগ্ন এলাকায় দায়িত্ব পালনকালে পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী কয়েকজন যুবককে গাঁজা সেবন করতে দেখেন। এসময় গাঁজা সেবনকারী যুবকদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা চান এবং সতর্ক করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনার কিছুক্ষণ পর ওই যুবকরা আরও কিছু লোক সঙ্গে নিয়ে এসআই ইউসুফকে ঘিরে ধরে হামলা চালান। তারা এসআই ইউসুফকে মারধর করে ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়াকিটকি ছিনিয়ে নেন। এসময় এসআই ইউসুফ আলীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুই হামলাকারীকে ধরে গণপিটুনি দেয়। তবে অন্য হামলাকারীরা পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুই হামলাকারীকে আটক করে। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। পাশাপাশি ধারালো চাকু এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ডিউটিরত পুলিশ কর্মকর্তাকে দুষ্কৃতকারীরা ভুয়া পুলিশ বলে হামলা চালিয়ে মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও ১০ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের ওপর হামলার ঘটনা স্বীকার করেছে। তাদের রোববার আদালতে পাঠানো হয়েছে।

এমডিআইএইচ/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version