ঘাটাইলে ৪টি ইট ভাটায় ২৬ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর এবং যৌথ বাহিনীর নেতৃত্বে অবৈধভাবে কাঠ দিয়ে ইট পোড়ানো এবং ইট ভাটার কাগজপত্র ঠিক না থাকায় ৪টি ইট ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার(ভ’মি) সাবরিন আক্তার এবং টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজিব কুমার ঘোষ।
জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ (সংশোধন ২০১৯) এর ৫,৭,৮ এর ৩(ঙ) ধারা লঙ্ঘন এবং ১৫(১) ১৭ ও ১৮ ধারা মোতাবেক উপজেলার সন্ধানপুর ও রসুলপুর ইউনিয়নের মেসার্স এম আর পি ব্রিকস কে সাত লাখ, মেসার্স সোনালী ব্রিকসকে সাত লাখ, মেসার্স সালাম ব্রিকসকে (পূর্ব নাম সাগর) সাত লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ (সংশোধন ২০১৯) এর ৫ ধারা লঙ্ঘন এবং ১৫ (১) মোতাবেক মেসার্স ফরিদ ব্রিকসকে পাঁচ লাখ টাকা অর্থদন্ড প্রধান করা হয়। সর্বমোট ৪টি ভাটায় ২৬ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারি কমিশনার(ভ’মি) সাবরিন আক্তার জানান, উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর এবং যৌথ বাহিনীর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট পোড়ানোর অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৩ ও ২০১৯ মোতাবেক ৪টি ভাটায় ২৬ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।