Status

গ্যালারিতে বিনামূল্যে ইফতার!

<p>পবিত্র রমজান মাস আসন্ন। এর মধ্যেই চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। তবে ম্যাচ দেখতে মাঠে আসা দর্শকদের ইফতার নিয়ে ভাবতে হবে না বলে জানিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবির পক্ষ থেকে গ্যালারিতে বিনা মূল্যে ইফতার বক্স সরবরাহ করা হবে। গত পরশু রাতে সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। দর্শকের জন্য ইফতারি বিতরণের খবর জানিয়ে ইসিবির এক্স পোস্টে লেখা হয়, ‘রমজানের সত্যিকারের চেতনাকে সমুন্নত রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে। যা শুরু হবে ২ মার্চ রোববার এ গ্রুপে নিউজিল্যান্ড-ভারত ম্যাচের মধ্য দিয়ে। পবিত্র রমজান মাসে এটাই হবে প্রথম ম্যাচ। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগে ইফতারি বক্স সরবরাহ করা হবে।’<br />এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হলেও ভারতের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। রমজানের মধ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ন্যুনতম দুটি, সর্বোচ্চ তিনটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যে রমজান মাস আজ থেকে শুরু হতে পারে। আগামীকাল নিউজিল্যান্ড-ভারত গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও আগামী ৪ মার্চ একই মাঠে প্রথম সেমিফাইনালও অনুষ্ঠিত হবে। এ সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। এ ছাড়া ভারত ফাইনালে উঠলে শিরোপা জয়ের লড়াইও হবে দুবাই স্টেডিয়ামে। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হলেও ভারত সে দেশে যেতে অস্বীকৃতি জানানোয় টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে। অন্য সেমিফাইনালের ভেন্যু লাহোরে গাদ্দাফি স্টেডিয়াম, যেখানে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। আয়োজক পাকিস্তানের বিদায় এরই মধ্যে নিশ্চিত হয়েছে। বাংলাদেশ ও ইংল্যান্ডও সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে।</p>

Source link

Leave a Reply

Back to top button