
হাব দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৫-২০২৭) মেয়াদের কার্যনির্বাহী পরিষদ ও ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আঞ্চলিক পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে অফিস বেয়ারার গতকাল শনিবার আনুষ্ঠনিকভাবে গঠিত হয়েছে। রাজধানীর কাকরাইলস্থ একটি হোটেলে হাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে অফিস বেয়ারার গঠন করা হয়। পূর্বঘোষিত তফসীল অনুযায়ী হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর ২০২৫- ২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন গত ২২ ফেব্রুয়ারি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়। ঢাকায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সহ ঢাকা আঞ্চলিক পরিষদ, চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও সিলেট আঞ্চলিক পরিষদ এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অভিষেক অনুষ্ঠানে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি এবং প্রশাসক এর মধ্যে যথাক্রমে দায়িত্ব গ্রহণ ও অর্পণ সম্পন্ন হয়।
এতে সর্বসম্মতিক্রমে হাবের সভাপতি ও মহাসচিব নির্বাচিত হন যথাক্রমে হাবের প্রতিষ্ঠাতা সহসভাপতি ও হাব ঐক কল্যাণ পরিষদের প্যানেল প্রধান সৈয়দ গোলাম সরওয়ার এবং হাবের সাবেক মহসচিব ফরিদ আহমেদ মজুমদার। নবনির্বাচিত পরিষদ একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নবনির্বাচিত কমিটি ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারের সমন্বয়ে ও সহযোগিতা নিয়ে হজ এজেন্সী এবং হাজীদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনে কাজ করার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেন। অভিষেক অনুষ্ঠানে হাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত এবং দায়িত্ব গ্রহণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করা হয়। অভিষেক অনুষ্ঠানে হাবের সাবেক শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।