গাবতলীর শাহী মসজিদ এবং ভাষানটেকের বিআরপি বস্তিতে আগুন

রাজধানীর গাবতলীতে শাহী মসজিদ এবং ভাষানটেকের বিআরপি বস্তিতে গতকাল বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গাবতলী বস্তিতে লাগা আগুনে দু’শর বেশি বস্তি ঘর এবং রাস্তায় পাকিং করা দু’টি অত্যাধুনিক বাস পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার দিবাগত রাত তিনটার দিকে গাবতলী শাহী মসজিদ সংলগ্ন বস্তিতে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণেরচেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা ছিলো খুবই ভয়ঙ্কর। দ্রুতই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর মিরপুর, তেজগাঁও ও মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে আরো ৮টি ইউনিট এসে একযোগে চতুর্দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার কর্মীদের চেষ্টায় ভোর ৪টা ৩৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের দাবি, আগুনে বস্তির প্রায় দুইশ’র অধিক ঘর পুড়েছে। তবে ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন বলছেন, আগুন নেভানোর পর অনুসন্ধান করে জানা যাবে কতটি ঘর পুড়েছে। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে কল্যাণপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটাররা। তবে কি কারনে আগুন লেগেছে তা তদন্তের আগে বলা সম্ভব নয়। তিনি বলেন, সব বস্তিই আমরা অগ্নিঝুঁকির তালিকায় রাখি। এটিও ঝুঁকিপূর্ণই ছিল।
এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ভাষানটেকের বিআরপি বস্তিতে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে মিরপুর,কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুনে নিয়ন্ত্রণ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।