গাজ্জাবাসীদের স্বেচ্ছায় নির্বাসনে পাঠানোর ব্যবস্থা হচ্ছে : ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ক্যাটজ বলেছেন, গাজ্জার অধিবাসীদের স্বেচ্ছায় নির্বাসনে পাঠাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

সম্প্রতি এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

 

ক্যাটজের বিস্ফোরক মন্তব্য, গাজ্জাবাসীরা কেবল ইসরাইলের আশদোদ বন্দর এবং রেমন বিমানবন্দর ব্যবহার করেই দেশ ছাড়ার অনুমতি পাবে।

 

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সিরিয়ার রাষ্ট্রপতি আহমাদ আশ-শারার প্রতি আমাদের আস্থা নেই। আমরা শুধু আমাদের বাহিনীর ওপরই বিশ্বাস করি।

 

ইসরাইলী প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থান নেওয়া দেশটির সশস্ত্র বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। জাবালুশ শায়খ এলাকায় অনির্দিষ্টকালের জন্য মোতায়েন থাকবে ইসরাইলি বাহিনী।

Source link

Exit mobile version