গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে সংঘর্ষে যুবকের মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে সংঘর্ষে রাসেল সরকার(৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 

নিহত রাসেল সরকার উপজেলার বিসকা ইউনিয়নের বিসকা মধ্যপাড়া গ্রামের মৃত কাশেম সরকারের ছেলে।

 

এলাকাবাসীর বরাতে জানা গেছে,২৬ ফেব্রুয়ারি(বুধবার)দুপুরে রাসেল সরকার তাঁর বাড়ির পশ্চিম কোণে ইবতেদায়ী মাদ্রাসার ডাল কাটা নিয়ে প্রতিবেশী সুরুজ আলীর ছেলে শহীদ মিয়া(৪৫),রবি মিয়া(৪০),মানিক মিয়া(৩৮) ও মো. কামরুল ইসলাম(৩৫) এবং শহীদ মিয়ার ২ ছেলে খোকন মিয়া(৩০) ও মো.ইমন মিয়া(২৮) এর সাথে তর্কবিতর্কে জড়ায়।এক পর্যায়ে যা হাতাহাতি ও মারামারির পর্যায়ে পৌছায়।এ সময় শহীদ গংদের হাতে থাকা দায়ের পিছনের অংশ দিয়ে রাসেল সরকারকে পিটিয়ে গুরুতর আহত করে । তাঁর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং রাসেলকে তাদের বাড়িতে নিয়ে যায়।এরপর আত্নীয়স্বজন রাসেলকে গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।সেখানে যাবার পূর্বেই বিকালে পথিমধ্যে মারা যায় রাসেল মিয়া।

 

এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের এসআই ও সেকেন্ড অফিসার লিটন চন্দ্র পাল বলেন-গাছের ডাল কাটা নিয়ে সংঘর্ষের জেরে নিহত রাসেল সরকারের লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Source link

Exit mobile version