গভীর রাতে ভূমিকম্পে কাঁপলো সিলেট


গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেটজুড়ে এই কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও এলাকায়। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের সময় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৪৬ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যের মরিগাঁও এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

এদিকে গভীর রাতে ভূমিকম্পের বিষয়টি সিলেটের অনেকেই টের পাননি। তবে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্পের বিষয়টি ছড়িয়ে পড়ে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের কাছে। তবে গভীর রাতে হওয়ায় অনেকেই টের পাননি। ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আহমেদ জামিল/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

Exit mobile version