Status
গফরগাঁওয়ে লেবু কেজি ১৫০টাকা

<p>ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নে বিভিন্ন গ্রামে ছোট-বড় হাট বাজারে সবজি দাম পানি দরে বিক্রি হলেও দেশী লেবু ১শত ৫০টাকা প্রতিকেজি বিক্রি হচ্ছে । আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সরে জমিনে ঘুরে দেখা গেছে যে, গফরগাঁও সালটিয়া বাজার প্রতিকেজি লেবু ১শত ৫০টাকা দরে বিক্রি হচ্ছে । মোঃ সিরাজুল হক নামে এক ক্রেতা জানান যে, গত ১৫/২০বছরের মধ্যে দেখি নাই লেবু কেজি দরে বিক্রি হচ্ছে । দোকানদার মোঃ রতন জানান , আমাদেরকে চড়া দামে লেবু ক্রয় করতে হচ্ছে । ফলে দাম লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে । অন্যান্য হরেক রকমের সবজির দাম কমে গেছে । এ বারে আবহাওয়া অনুকুলে থাকার ফলে সবজির আমদানি বেড়েছে ।</p>
<p> </p>
Source link