
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় ব্যাংক জালিয়াতি মামলায় দ-প্রাপ্ত আসামী মোহাম্মদ মামুনুর রশিদ ফাত্তাহকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে গফরগাঁও থানার এএসআই ঢাকার শান্তিবাগের বাসা থেকে এই প্রতারককে গ্রেফতার করে। গ্রেফতারের পর আসামীকে গফরগাঁও থানায় আনা হয়।
ভুক্তভোগীরা সাংবাদিকদের জানান, বিগত আওয়ামী সরকারের সময়ে দায়িত্ব থাকা প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান জনতা ব্যাংকের এমডি মো. মজিবুর রহমানের নাম ভাঙিয়ে এমডির সহোদর শ্যালক মো. মামুনুর রশিদ ফাত্তাহ লোকজনকে বিভিন্ন ব্যাংকের চাকরি দেয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। চাকরির নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা নিয়ে নিজের মোবাইল নম্বর ও বাসস্থান পরির্বতন করে আত্মগোপনে চলে যেতেন। পরিবারের লোকজনকে জানালেও তার অপকর্মের দায়িত্ব নিতে চায় না কেউ। এ ব্যাপারে মামলার বাদী মো. নাহিদ জানান, আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছি। ফাত্তাহকে গ্রেফতার করলেও তাকে সাহায্যকারীদেরও আইনের আওতা আনা উচিত।
গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, আসামী অর্থ ঋণের দায়ে আদালতে দ-প্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। গফরগাঁও থানার পুলিশ গতকাল সোমবার গ্রেফতার করে ময়মনসিংহ কারাগারে পাঠায়।